ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলতে নামছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২২ আগস্ট ২০১৯

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। অ্যান্টিগার নর্থ সাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে ভারত। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।

এবার বিরাট কোহলিদের লক্ষ্য টেস্ট সিরিজ। নিজেদের জয়ের ধারাবাহিকতায় সাদা জার্সিতেও সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারী দলটি।

এদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারলেও টেস্টে ভালো করতে চায় স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ৩০ আগস্ট।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি