ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বৃষ্টির কবলে কলম্বো টেস্টের প্রথমদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২২ আগস্ট ২০১৯

বৃষ্টির কবলে পড়েছে শ্রীলংকা-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট। যাতে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেটে ৮৫ রান তুলেছে স্বাগতিক শ্রীলংকা। প্রথম টেস্টটি জিতে সিরিজে এগিয়ে আছে করুণারত্নের দল।

বৃহস্পতিবার কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় লংকানরা। ব্যক্তিগত মাত্র ২ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার লাহিরু থিরিমান্নে। এরপর মেন্ডিসকে নিয়ে ভালই এগুচ্ছিলেন অধিনায়ক করুণারত্নে। 

যদিও দলীয় ৭৯ রানে ব্যক্তিগত ৩২ রান করে আউট হন ডানহাতি কুশল মেন্ডিস। তবে একপ্রান্ত আগলে ব্যাট করে দলের বিপর্যয় ঠেকান দলনায়ক করুণারত্নে। এরপরি বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। যার ফলে শেষ পর্যন্ত প্রথম দিনের খেলাই শেষ করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালস।

তার আগ পর্যন্ত দিমুথ করুণারত্নে ১০০ বল থেকে ৪৯ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৪ বল খেলে শূণ্য রানে অপরাজিত আছেন। অন্যদিকে, কিউইদের পক্ষে উইকেট দুটি ভাগ করে নেন ৩৫ বছর বয়স্ক স্পিনার উইলিয়াম সোমারভিলে ও মিডিয়াম পেসার কলিন ডি গ্র্যান্ডহোমে।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি