ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আর্চারের বোলিংয়ে উড়ে গেল অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২৩ আগস্ট ২০১৯

অ্যাশেজের হেডিংলি টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৯ রানে অলআউ্ট হয়েছে অস্ট্রেলিয়া। জোফরা আর্চার নিয়েছেন ৬টি উইকেট।

দিনভর বৃষ্টি ঝরেছে থেমে থেমে। প্রথম দিনের প্রথম দুই সেশনে ছিল বৃষ্টির দাপট। শেষ সেশনের শুরুটা ওয়ার্নার-লাবুশেন করেছিলেন দুর্দান্ত। তবে পরে আর্চারের বিধ্বংসী বোলিং গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং।

এক পর্যায়ে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ১৩৬ রান। আর্চারের বোলিংয়ে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা ৪৩ রানের মধ্যে। ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৬১ রান। এছাড়া, লাবুশেন করেন ৭৪ রান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি