ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হকি

আজ শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৩ আগস্ট ২০১৯

অনুর্ধ্ব-২১ নারী জুনিয়র এএইচএফ কাপ হকির প্রস্তুতি সিরিজের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের সাই হকি একাডেমি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

সিঙ্গাপুরে হতে যাওয়া নারী জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমির নারী দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচ।

এর আগে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ নারী দল। আর প্রথম ম্যাচেও সমান ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা। তবে নিজেদের শেষ ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি