ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সাকিবকে হটিয়ে উপরে স্টোকস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ২৭ আগস্ট ২০১৯

বিশ্বকাপের পর থেকেই যেন বেন স্টোকস বন্দনায় মত্ত পুরো ক্রিকেটবিশ্ব। ঐতিহ্যময় অ্যাশেজ সিরিজের হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে একাই হারিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। অবিশ্বাস্য এই পারফরম্যান্সের পুরস্কারটাও পেলেন হাতেনাতে।

সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে দুই নম্বরে উঠে বসেছেন ২৮ বছর বয়সী স্টোকস। ফলে এতদিন দুইয়ে থাকা সাকিব আল হাসানকে নেমে যেতে হয়েছে তিন নম্বরে। দুইয়ে উঠে বসা স্টোকসের রেটিং পয়েন্ট এখন ৪১১। তার থেকে ১২ পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান সাকিবের। 

বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট আগেও ওই ৩৯৯-ই ছিলো। প্রায় নয় মাস হয়ে গেল টেস্ট খেলার সুযোগ পাননি সাকিব। কদিন পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেখানে রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছে টাইগার সেরা অলরাউণ্ডারের। অপরদিকে নিয়মিতই টেস্ট খেলে যাচ্ছেন স্টোকসরা।

এদিকে, টেস্ট অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে আছেন উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ক্যারিবীয়ান সিমিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪৩৩।

তবে টেস্টে তিনে নেমে গেলেও ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের ধারেকাছেও নেই কেউ। ৩৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন টাইগার অধিনায়ক। এখানে দুইয়ে থাকা বেন স্টোকসের পয়েন্ট ৩১৯। এছাড়া ৩৩৮ রেটিং নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও দুই নম্বরে আছেন সাকিব আল হাসান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি