ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবা হচ্ছেন রুবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সুখবর দিলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বাবা হতে যাচ্ছেন তিনি। নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে সেখানে এ খবরটি জানান দিলেন রুবেল।

ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ্‌। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে। সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্‌ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, বিভিন্ন সময় নানা কারণে আলোচিত-সমালোচিত হয়েছেন জাতীয় দলের এ পেসার। তবে, সবকিছু পেছনে ফেলে ক্রিকেটের পাশাপাশি সুখের সংসার করে যাচ্ছেন তিনি। ২০১৬ সালের শুরুর দিকেই অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন রুবেল। তার স্ত্রী বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলা।

বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে বাবা হতে যাচ্ছেন রুবেল-দোলা দম্পত্তি।

এদিকে রুবেল তিন-চারদিনের ছুটি নিয়েছে স্ত্রীর পাশে থাকার জন্য। কারণ, খুব শিগগিরই বাবা হচ্ছেন তিনি। সম্ভাব্য তারিখ চলতি মাসেরই ৩০ কিংবা ৩১।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, বিসিবি পরিচালক আকরাম খান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি