ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে ঝলক দেখালেন নাঈম হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ২৮ আগস্ট ২০১৯

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। ঘূর্ণি বলের ভেল্কিতে নিয়েছেন চার উইকেট। তাতে চার দিনের ম্যাচে সুবিধা জনক অবস্থানে আছে বিসিবি এইচপি দল।

বুধবার (২৮ আগস্ট) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এইচপি দলের করা ৩৬০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০১ রান করেছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। ১৬ ওভার বল করে ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন নাঈম।

আগের দিন ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে নেমে শুরুতেই সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায় এইচপি দল। 

কিন্তু জাকির হাসানের সঙ্গে মিলে দলকে বড় রানের দিকে নিয়ে যান নাঈম। জাকির ৪৯ আর নাঈম ৩৬ রান করলে সাড়ে তিনশো ছাড়িয়ে যায় সাইমন হেলমটের শিষ্যদের সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমেই নাঈমের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৫৯ রানেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। যার সবগুলোই নেন নাঈম। এই নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ঢোকার দাবি জোরালো করলেন তিনি।

দিনের শেষ দিকে অবশ্য ৪২ রানের জুটিতে পরিস্থিতি সামলান প্রমোদ মাদুওয়ায়াস্থা ও আশেন বান্দারা।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি