ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর কাছে কী চাইলেন মাশরাফি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২৯ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:৫০, ২৯ আগস্ট ২০১৯

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।

কিন্তু হঠাৎ করে মাশরাফি প্রধানমন্ত্রীর কাছে কেন এসেছিলেন, কী চাইলেন জানতে চাইলে প্রেস সচিব ইমরুল কায়েস জানান, সংসদ সদস্য হিসেবে মাশরাফি তার নির্বাচনী এলাকা নড়াইলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এসেছিলেন। 

তারা সেখানকার উন্নয়নের রূপকল্প নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন। ওই এলাকার মানুষ হিসেবে সে সময় তিনি তাদের সঙ্গে ছিলেন বলেও উল্লেখ করেন ইমরুল কায়েস।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি