ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ভারতীয় জামাই হচ্ছেন ম্যাক্সওয়েল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তানি তারকা শোয়েব মালিক ও হাসান আলির পর এবার ভারতীয় জামাই হতে যাচ্ছেন মারকুটে অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। যদিও এ বিষয়ে সরাসরি এখনও কিছু না জানালেও নিয়মিত ডেট করছেন দুজনেই। 

জানা গেছে, ভিনি রমন নামের ভারতীয় ওই তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন ম্যাক্সওয়েল। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অজি অলরাউণ্ডারের সঙ্গে নিজের ডেটিংয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন রমন। তাও একটি দুটি নয়, বেশ কয়েকটিই। এখন শুধু শুভদিনের ঘোষণা দেয়ার অপেক্ষা!

অবশ্য এ ক্ষেত্রে ম্যাক্সওয়েলই প্রথম অস্ট্রেলীয় নয়। তার আগে মাসুম সিং নামে ভারতীয় এক তরুণীকে বিয়ে করেন দেশটির সাবেক গতি তারকা শন টেইট। সেই ২০১৪ সালে বিয়ে করেন তারা।

এদিকে, আইপিএলের একটি পার্টিতে ভিনি রমনের সঙ্গে ম্যাক্সির দেখা সাক্ষাৎ ও পরিচয় হয়েছিল এবং ভিনি বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নেই বসবাস করছেন বলে জানা গেছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি