ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

তাসকিন তোপে পুড়ছে সাকিবের দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৩০ আগস্ট ২০১৯

একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে আফগান ক্রিকেট দল। সেই টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ শুক্রবার (৩০ আগস্ট) মিরপুরে দুইদিনের এক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে কন্ডিশনিং ক্যাম্প করা ক্রিকেটাররা। সেই ম্যাচেই রীতিমত আগুন ঝরাচ্ছেন পেসার তাসকিন। 

প্রস্তুতিমূলক এ ম্যাচে সাকিব ও মুশফিকের নেতৃত্বে বরাবরের মতই লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। তবে টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই সাকিবের লাল দল। 

এদিন টাইগার পেসার তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে প্রথম দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টাতেই ২৯ রান তুলতে গিয়ে হারিয়েছে তিন তিনটি উইকেট। যেখানে দলপতি সাকিবই আউট হয়েছেন নিজের প্রথম বলেই, যথারীতি শূন্য রানেই। এছাড়া অপর দুজন হলেন জহিরুল ইসলাম অমি (১৩) এবং মোহাম্মাদ মিঠুন (১)। 

এর মধ্যে তাসকিনের শিকার হন জহিরুল ও সাকিব। জহুরুলকে ফেরানোর পর সাকিবকে আর উইকেটে দাঁড়াতেই দেননি তাসকিন। প্রথম বলেই সরাসরি বোল্ড করে সাকিবের প্রস্তুতি নষ্ট করে দিয়েছেন দীর্ঘদেহী এ পেসার।

আর এতেই নিজের প্রথম স্পেলে তাসকিনের বোলিং ফিগার ৫-২-১২-২। মিঠুনের উইকেট নেয়া ইবাদতের স্পেল ৬-১-১৫-১। 

শেষ খবর পর্যন্ত লিটন কুমার দাস ২৬ বলে ৭ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১৮ বলে ৮ রান নিয়ে ব্যাট করছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি