মেসির সঙ্গে নৈশভোজ করতে চান রোনাল্ডো
প্রকাশিত : ১১:৪৩, ৩১ আগস্ট ২০১৯
গত কয়েক বছর ধরে তাদের একসঙ্গে দেখা না পাওয়ায় নিন্দুকরা বলছেন, পুরস্কার জেতার নিশ্চয়তা না পেলে কোনো অনুষ্ঠানে যান না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র ও উয়েফা বর্ষসেরার অনুষ্ঠানে যে তারার হাট বসেছিল সেখানে মেসি ও রোনাল্ডোও উপস্থিত ছিলেন।
প্রায় দেড় দশক ধরে চলছে তাদের শ্রেষ্ঠত্বের লড়াই। মেসি ও রোনাল্ডোকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেই বেশি ভালোবাসেন ফুটবলপ্রেমীরা। গত বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনাল্ডো জুভেন্টাসে যোগ দেয়ায় লা লিগায় দু’জনকে আর মুখোমুখি দেখার সুযোগ নেই। ভবিষ্যতে মেসির সঙ্গে একান্তে নৈশভোজে বসার ইচ্ছাও জানিয়ে রাখলেন রোনাল্ডো, ‘১৫ বছর এমন প্রতিদ্বন্দ্বিতার পরও আমাদের সম্পর্ক খুবই ভালো। এখনও আমাদের একসঙ্গে ডিনারে বসা হয়নি। আশা করি, ভবিষ্যতে হবে।’
রোনাল্ডোকে নিয়ে মেসির কণ্ঠেও ঝরেছে মুগ্ধতা, ‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে খুব সুন্দর একটা দ্বৈরথ ছিল আমার। তাকে লা লিগায় পাওয়া ছিল দারুণ ব্যাপার। বিশেষ করে সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ায়। এখন সে আরেকটি দুর্দান্ত ক্লাবে আছে। আমরা স্পেন থেকে তার খেলা দেখি।’
এমএস/