ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুত্র সন্তানের বাবা হলেন রুবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:৩১, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অবশেষে ছেলে সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। আজ রোববার দুপুর দুইটার দিকে রুবেল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এমন তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকের ওই পোস্টে দুটি ছবি পোস্ট করেছেন রুবেল। যেখানে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া সন্তান ও তার স্ত্রীকে। যার ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু'য়া করবেন।’

এর আগে ২০১৬ সালে বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল হোসেন। অনেকটা নীরবেই বিয়ে করেন রুবেল। তখন বিয়ের খবর ছিলো গোপন। এর দেড় বছর পর ফেসবুকে স্ত্রী দোলার ছবিসহ জানিয়েছিলেন বিয়ের খবর। 

তবে নিজের প্রথম সন্তান হওয়ার খবর জানানোর জন্য কোনও রকম রাখঢাক করেননি রুবেল। গত ১০ আগস্ট ফেসবুকে নিজের অফিসিয়াল পেজের মাধ্যমে নিজের বাবা হওয়ার খবর ভক্ত-শুভাকাঙ্খীদের দিয়েছেন রুবেল। একই সঙ্গে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও অনাগত সন্তানের জন্য।

সেদিন আনন্দের সঙ্গে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’ 

উল্লেখ্য, এটাই রুবেল-দোলা দম্পতির ঘরে প্রথম সন্তান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি