ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাইগ্রেস তোপে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২১:৪৫, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

টাইগ্রেস বোলারদের তোপের মুখে পড়ে রীতিমত বিধ্বস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। নাহিদা-জাহানারা-খাদিজাদের আগুনে বোলিংয়ে আমেরিকার মেয়েরা গুঁড়িয়ে গেছে মাত্র ৪৬ রানেই। ফলে জয়ের জন্য ৪৭ রান করতে হবে সালমা বাহিনীকে।

জবাবে সানজিদা ইসলামের ব্যাটে জয়ের লক্ষ্যে ছুটছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বিনা উইকেটে ৩৫ রান তুলেছে বাংলাদেশের মেয়েরা। সানজিদা ২৬ রানে এবং আয়েশা ৭ রানে ক্রিজে আছেন।

রোববার যুক্তরাজ্যের অ্যাব্রোথের লোচল্যান্ড স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে আমেরিকার মেয়েরা। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের এ ম্যাচে শুরুতেই জাহানারা-খাদিজার তোপের মুখে পড়ে তারা। মাত্র ৭ রানে প্রথম উইকেট হারিয়ে শুরু। 

এরপর নিয়মিত বিরতিতেই প্রতিপক্ষের উইকেট তুলে নেয়ার প্রতিযোগিতায় মাতেন টাইগ্রেস বোলাররা। যার ফলে এক সুগেতা চন্দ্রশেখর ছাড়া আর কেউই ছুঁতে পারেননি দুই অংকের ঘর। যার ফলে মাত্র ২৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। 

তবে মিডল অর্ডার ব্যাটসম্যান সুগেতা দলীয় সর্বোচ্চ ১৫ রান করলে পঞ্চাশের কাছাকাছি পৌঁছে দলের স্কোর। ৩৭ বলে একটি মাত্র চারের সাহায্যে ওই রান করেন তিনি। যার ফলে শেষ পর্যন্ত অল আউট হওয়ার আগে ৪৬ রান জমা করে আমেরিকা। 

এদিন টাইগ্রেসদের পক্ষে সবচেয়ে বেশি ত্রাস সৃষ্টি করেন নাহিদা আকতার। এক মেডেনসহ ১২ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন বাঁহাতি এ অর্থোডক্স স্পিনার। কম যাননি পেসার জাহানারা আলম (৪-০-৭-২) ও আরেক স্পিনার খাদিজা তুল কুবরাও (৪-১-১০-২)। এছাড়া ৩ রান দিয়ে একটি উইকেট লাভ করেন রিতু মনি।     

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি