ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রকাশিত হলো কাতার বিশ্বকাপের লোগো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৪ সেপ্টেম্বর ২০১৯

কাতার ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। মঙ্গলবার দোহায় জমকালো এক অনুষ্ঠানে ২০২২ বিশ্বকাপের লোগো ও বিশেষ একটি ভিডিও প্রকাশ করা হয়।

কাতার স্বাধীনতা পেয়েছিল ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর। আর এ বিশেষ দিনেই ফুটবল বিশ্বের সামনে ২০২২ কাতার বিশ্বকাপের লোগো প্রকাশ্যে এলো।

প্রথম বারের মতো শীতকালে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। কারণ অবশ্যই কাতারের প্রচণ্ড গরম। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। আর ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। দেশটির জাতীয় দিবসের দিন বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে।

এবারও থাকছে ৩২টি দল। খেলা হবে মোট ৮টি স্টেডিয়ামে। ইতিমধ্যেই ৭৫ শতাংশ প্রস্তুতির কাজ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি