ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফগানদের লিড ২০০ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আফগানদের লিড বাড়িয়ে নিচ্ছেন ইব্রাহিম জাদরান ও আসগর আফগান। ২৯তম ওভারে নাঈমের বলে আসগরের বাউন্ডারিতে লিড পেরিয়ে গেছে দুইশ’।

সিরিজের একমাত্র টেস্টে তৃতীয় দিনে আজ শনিবার ইনিংসের প্রথম ওভারেই বল হাতে নেন সাকিব আল হাসান। নিজের তৃতীয় ডেলিভারিতে ওপেনার ইহসানউল্লাহ জানাতকে (৪) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

এর ঠিক পরের বলে আরও এক উইকেট। এবার সাকিবকে দুই পা এগিয়ে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ (০)।

এরপর প্রথম পানি পানের বিরতির পর প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন নাঈম হাসান। দুর্দান্ত এক ডেলিভারিতে এই অফ স্পিনার ফেরালেন হাশমতউল্লাহ শহিদিকে। ৩৭ বলে ১২ রান নিয়েছেন হাশমতউল্লাহ।

ক্রিজে আসগর আফগানকে নিয়ে দ্বিতীয় দফায় প্রতিরোধ গড়েন ইব্রাহিম। এ মুহূর্তে জমাট বেঁধে গেছে তাদের জুটি।

এই প্রতিবেদন লেখা পযর্ন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেছে সফরকারীরা। লিড ২২৯ রানের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি