ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বৃষ্টির শঙ্কা, লজ্জা এড়ানোর উপায় দেখছে বাংলাদেশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৯

আফগান দাপটের মধ্যেই এবার বৃষ্টির শঙ্কায় পড়েছে চট্টগ্রাম টেস্টের ভাগ্য। প্রথম দিনও বৃষ্টি হয়েছে এক পশলা। দ্বিতীয় দিনও তাই। আর শনিবার তো ভারী বৃষ্টির শঙ্কাতেই নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই খেলা শেষ করতে হয়েছে আলোক স্বল্পতায়। যে কারণে জয়ের সুবাস পেতে থাকা আফগানদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। অন্যদিকে বাংলাদেশ দেখছে বাঁচার উপায়!

যেমনটি জানালেন ইব্রাহিম জাদরান। শনিবার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা আফগানদের এ প্রতিনিধি বলেন, 'জয়ের পথে ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে শতভাগ হওয়ার পথে বাংলাদেশ নয়, সবচেয়ে দুশ্চিন্তা হচ্ছে বৃষ্টি নিয়ে।' দুশ্চিন্তা হওয়ারই কথা- কেননা, আগামী দুই দিনেই যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে, টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ২১৫ রানের বেশি তাড়া করে সফল হয়নি বাংলাদেশ। তাইতো এ টেস্টে টাইগারদের হারার সম্ভাবনাই বেশি! আসলে চট্টগ্রাম টেস্টের বাস্তব চিত্র কিন্তু সেটাই বলছে। কেননা, টাইগারদের ব্যাটিং এবং পিচের কন্ডিশন আর আফগান স্পিন মিলে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে পুরো দুইদিন ব্যাটিং করে ড্র করাটাও বেশ কঠিন। তাইতো জিততে হলে সাকিবদের গড়তে হবে ইতিহাস, করতে হবে প্রায় চার শতাধিক রান। (অলরেডি ৩৭৪ রানের লিড নিয়েছে আফগানিস্তান)।

অন্যদিকে, হারের শঙ্কা তো নেইই, উল্টো জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। তাদের এই জয়ের স্বপ্নে পানি ঢেলে দিতে পারে একমাত্র প্রকৃতি, তথা বৃষ্টি। সফরকারীদের দুর্ভাবনা কেবল এটাই। দিনশেষে সংবাদ সম্মেলনেও আশা নিরাশার কথা বললেন আফগান স্পিনার কাইস আহমেদ, ‘আববহাওয়া নিয়ে আমাদের তো কিছু করার নেই। দেখতে পাচ্ছি আবহাওয়া বদলাচ্ছে। কখনও একটু বৃষ্টি হচ্ছে, আবার আকাশ মেঘলা থাকছে।’

কাইস আরও বলেন, ‘চতুর্থ দিনে আমরা ১০-১৫ ওভার ব্যাট করার চেষ্টা করব। প্রথম ইনিংসে ওদের ৬৪ ওভারে অলআউট করেছি। আবারও তেমন কিছুর আশা করছি আমরা। আমাদের বিশ্বাস জয়ের পথে আমরা ৭০ শতাংশ এগিয়েছি। আমাদের লক্ষ্য চার শ'র বেশি রানের লক্ষ্যমাত্রা দেয়া। সেখান থেকে আমরা ৩০-৪০ রান দূরে আছি। আশা করছি এটা পারব। তাহলে বাংলাদেশের জন্য কাজটা (জেতা) সহজ হবে না।’

তবে বাংলাদেশের জন্য কাজটা সহজ হতে পারে কেবল এই আশঙ্কাটা বাস্তবায়িত হলেই। আর তা হলো বৃষ্টি। অন্তত কালকের দিনটি (রোববার) বৃষ্টিতে ভেসে গেলেই বাঁচার আশা দেখতে পারে সাকিব-মুশফিকরা। অন্যথায় নির্ঘাত পড়তে হবে লজ্জাজনক পরাজয়ের ঘেরটোপে।  

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি