ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৮:১৮, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রথম ম্যাচে আমিরাতকে হারানোর পর চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপে আজ নেপালের বিপক্ষেও সমান ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর এ জয়ের সুবাদে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়াটা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে টাইগার যুবারা। 

রোববার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে বাংলাদেশকে ২৬২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় নেপাল। যে চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাট হাতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি টাইগারদের। দলীয় ১৯ রানেই হারিয়ে বসে দলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও অনিক সরকার সেতুকে। 

আমিরাতের বিপক্ষে ৪৫ করা জুনিয়র তামিম এদিন আউট হন ব্যক্তিগত ৯ রানে। আর অনিক ফেরেন মাত্র ৫ রান করে। এ দুজনের বিদায়ের পর দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে দলের সংগ্রহে যোগ করেন মূল্যবান ৭৯ রান। 

এসময় তিন চারে ৪০ (৫৬) রান করা মাহামুদুল হাসানকে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন নেপালের হরি বাহাদুর। এরপর হৃদয়ের সঙ্গে জোট বাঁধেন দলীয় অধিনায়ক আকবর আলি। নেপালি বোলারদের দেখেশুনে খেলতে থাকেন তারা। এরই মাঝে ব্যক্তিগত ষষ্ঠ ফিফটি তুলে নেন হৃদয়। ফিফটির পর অবশ্য নিজ ইনিংসকে বেশি বড় করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান। ১০ রান যোগ করে ফিরেছেন ৬০ রানে। তার ৮৮ বলের ইনিংসে ছিল তিনটি চারের মার।

হৃদয় আউট হলেও ভেঙে পড়েনি জুনিয়র টাইগাররা। অলরাউণ্ডার শামিম হোসেনকে সঙ্গে নিয়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন দলপতি আকবর আলি। শেষ পর্যন্ত খেলে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন এ দুজন। মূলত পঞ্চম উইকেট জুটিতে তাদের ১৩০ রানের অবিচ্ছেদ্য জুটিতেই ৬ উইকেটের আরেকটি বড় জয় তুলে নেয় টাইগাররা। 

ম্যাচে মাত্র ২ রানের জন্য আফসোসে পুড়লেও দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন যুবা ক্যাপ্টেন আকবর আলি। ৯৮ রানে অপরাজিত থাকেন এ উইকেট কিপার ব্যাটসম্যান। তার অনবদ্য ঝোড়ো এ ৮২ বলের ইনিংসে ছিল ১৪টি দৃষ্টিনন্দন চারের মার। অন্য প্রান্তে শামিম খেলেন ৪৫ বলে চার বাউণ্ডারিতে অপরাজিত ৪২ রানের ইনিংস।
    
এদিকে এ জয়ের ফলে দুই ম্যাচে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো জুনিয়র টাইগাররা। একইসঙ্গে নেট রান রেটে বাকিদের চেয়ে অনেক এগিয়ে থাকার সুবাদেই এক ম্যাচ হাতে রেখে নিজেদের সেমিফাইনালের পথটা একপ্রকার নিশ্চিত করে রাখলো আকবর আলির দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন নেপালের দুই ব্যাটসম্যান রিত গৌতম ও পাওয়ান শারাফ। উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৫ রান। ৩২ রান করা গৌতমকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি আনেন রাকিবুল হাসান। এরপর একপ্রান্ত আগলে রেখে কুশল মাল্লারকে নিয়ে ৩৯ ও রোহিত কুমারের সঙ্গে মূল্যবান ৬৬ রানের জুটি গড়েন পবন সাররফ।

দলীয় ১৭৩ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসাবে সাজঘরে ফেরার আগে পবন খেলে যান ৮১ রানের অনবদ্য এক ইনিংস। আর শেষদিকে সন্দ্বীপ জোরার ৫৬ ও ভীম শারকির ২১ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৬১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করে নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

টাইগারদের পক্ষে তাঞ্জিম হাসান সাকিব ও শাহিন আলম শিকার করেন দুটি করে উইকেট। আর বাকি চার উইকেট ভাগ করে নেন রাকিবুল, মৃত্যুঞ্জয়, মিনহাজুর ও হৃদয়। বি গ্রুপ থেকে টাইগারদের শেষ ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে, আগামী ১০ সেপ্টেম্বর। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি