ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশকে শূন্য দিলেন সাকিব! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৪৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ দলটির বিপক্ষে নিজেদের মাঠেই বিশাল হারের লজ্জা পেলো সাকিব আল হাসানের দল। শেষ ইনিংসে ৩৯৮ রান তাড়া করতে নেমে মুশফিক-রিয়াদ-সৌম্যরা গুটিয়ে যায় মাত্র ১৭৩ রানে।

দলের এমন পারফরম্যান্সে হতাশ বিশ্বসেরা এই অলরাউন্ডার। একইসঙ্গে পারফরম্যান্স বিচারে নিজ দলকে ১০০ তে শূন্য (০) দিলেন সাকিব। সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, আমি আউট হওয়ার পরই দল চাপে পড়ে। খারাপ খেলেই হেরেছি আমরা।

অন্যদিকে আফগানদের দিয়েছেন লেটার নম্বর। সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আফগানিস্তান আমাদের চেয়ে যেহেতু অনেক ভালো খেলেছে তাই তাদের লেটার দিতে হচ্ছে।’

সাকিব আরও বলেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। এভাবে হারাটা হতাশার খুবই হতাশার। এর চেয়েও যদি নিচে কোনও শব্দ থাকে, সেটাই হবে। আমরা বাজে ক্রিকেট খেলেছি।’

উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে ক্রিকেট খেলতে কোয়ালিটি ক্রিকেটার থাকতে হবে। ১ ঘণ্টা ১০ মিনিটের ব্যাটিংয়ের সময় আমি নার্ভাস ছিলাম। সাদা চোখে মনে হয়েছে ৭০ মিনিট ব্যাটিং করার সামর্থ্য নেই। আমাদের শিখতে হবে। তবে কবে যে শিখব, জানি না।

তবে আমরা এই ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাই। মনোযোগ দিতে চাই আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এমন কথাই জানালেন সাকিব।

এদিকে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ-আফগানিস্তান ছাড়াও এতে অংশ নিচ্ছে জিম্বাবুয়ে। ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছে মাসাকাদজার নেতৃত্বাধীন আফ্রিকান দলটি।

এ বিষয়ে টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, আফগানরা ছোট ফরম্যাটে আরও বেশি শক্তিশালী। সামনের বছর শুরু হচ্ছে বিশ্বকাপ (২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ)। তাই আমরা এখন থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিতে চাই।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি