ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে লংকান দলের ওপর হামলার হুমকি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১২ সেপ্টেম্বর ২০১৯

চলতি মাসের শেষ দিকে শুরু হতে চলা শ্রীলঙ্কার পাকিস্তান সফর ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তান সফরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসবাদী আক্রমণ হতে পারে- সরকারের কাছে এমন খবর আসার পর দেশটির ক্রিকেট দলের পাকিস্তান সফর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে আগেই পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গাসহ শ্রীলঙ্কার প্রথম সারির ১০ ক্রিকেটার।

এবার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারপরেই পাক-সফরের গ্রিন সিগন্যাল মিলতে পারে লঙ্কান ক্রিকেট টিমের।

পাকিস্তান সফরের জন্য মাত্র ২ সপ্তাহ সময় বাকি আর শ্রীলঙ্কার। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। বুধবারই পাক সফরের দল ঘোষণাও করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এরই মধ্যে শ্রীলঙ্কার পাকিস্তান সফর নিয়েই সংশয়।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়েছে, পাকিস্তান সফরে শ্রীলঙ্কা দলের উপরে সন্ত্রাসবাদী আক্রমণ হতে পারে। এই তথ্য পাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহৌরে টেস্ট চলাকালীন শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসবাদী হামলা হয়। ছ’জন ক্রিকেটার আহত হয়েছিলেন। পাকিস্তানের ছয় পুলিশ কর্মী ও দু’জন সাধারণ মানুষ মারা গিয়েছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি