ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ-জিম্বাবুয়ে ও আফগানিস্তান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিশ্বকাপটা আশানুরূপ না হলেও একেবারে খারাপও বলা যাবে না। তবে শ্রীলংকা সফর থেকেই ঝিমিয়ে পরেছে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। এরপর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ২২৪ রানের বড় হার। আর প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটের হারে ব্যাকফুটে স্বাগতিকরাই। এ অবস্থার পুনরাবৃত্তি চান না কোচ রাসেল ডমিঙ্গো। শর্ট ফরমেটে জয়েই চোখ টাইগার কোচের।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। লগো উন্মোচন ও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান কোচ রাসেল ডমিঙ্গো।

এদিকে প্রস্তুতি ম্যাচে বোর্ড একাদশের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যত অন্ধকার হলেও, সে নিয়ে বেশি ভাবতে চায় না তারা। তাদের ভাবনায় আপাতত এই সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় চায় তারা।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন তিন দলের অধিনায়ক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি