ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাবলীগে গেলেন শহীদ আফ্রিদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

তাবলীগে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আল্লাহর রাস্তায় সময় দিয়ে ধর্মকর্ম পালন করছেন পাকিস্তানের জনপ্রিয় সাবেক এ অধিনায়ক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে শুক্রবার এক ব্রিফিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রাঞ্চাইজি মালিক নাফিসা কামাল এ তথ্য জানান। 

নাফিসা কামাল বলেন, ‘শহীদ আফ্রিদি তাবলীগে আছে, সেও বিপিএলে খেলার জন্য আমাদের সঙ্গে ওখান থেকে যোগাযোগ করছে। তাছাড়া বিদেশি ক্রিকেটারদের এজেন্টরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে।’

প্রসঙ্গত, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি ব্যক্তিগত ও পারিবারিকভাবে ধর্মীয়ভাবে অনুশাসন মেনে চলেন।

নিজের চার মেয়েকেও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে বড় করছেন নন্দিত এ ক্রিকেটার। এ প্রসঙ্গে আফ্রিদির বক্তব্য- ‘যেসব খেলা ঘরের বাইরে গিয়ে খেলতে হয়, আমি চাই না আমার মেয়েরা সেসব খেলা খেলুক। হ্যাঁ, ঘরের ভেতরে (ইনডোর গেমস) যেকোনো খেলায় ক্যারিয়ার গড়তে চাইলে তারা গড়তে পারে।’

আফ্রিদি বলেন, ‘সামাজিক ও ধর্মীয় অনুশাসনের কথা বিবেচনায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নারীবাদীরা আমাকে যা খুশি বলতে পারেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তবে আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।’

পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ৫২৪ ম্যাচ খেলে ৫৪১ উইকেট শিকার করেন আফ্রিদি। এছাড়া ব্যাট হাতে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহ করেন এই অলরাউন্ডার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি