ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

যুব এশিয়া কাপ: ফাইনালে বাংলাদেশ-ভারত লড়াই আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ১৪ সেপ্টেম্বর ২০১৯

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ শেষ হতে না হতে আরো একটি ট্রফি জয়ের হাতছানি টাইগার যুবদের সামনে। যুব এশিয়া কাপের ফাইনাল আজ। প্রতিপক্ষ সেই ভারত। ত্রিদেশীয় কাপ মিস হলেও, এবার আর খালি হাতে ফিরতে চান না আকবর আলীর বাংলাদেশ যুব দল। 

শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।  এ ম্যাচে আগের ভুলগুলো পুনরাবৃত্তি নিশ্চই চাইবেনা যুব টাইগাররা। তাই বেশ আটঘাট বেধেই মাঠে নামবে যুব দল। 

টুর্নামেন্টের সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টি বাধায় দুই সেমিফাইনালের একটিও মাঠে গড়ায়নি। ফলে গ্রুপপর্বে বেশি পয়েন্ট থাকায় বাংলাদেশ ও ভারত চলে যায় ফাইনালে। সেমিফাইনালে আফগানদের সামনে শক্ত পরীক্ষা ছিল আকবরদের সামনে, কিন্তু বৃষ্টিতে কপাল খুলে তাদের। 

কলম্বোতে আট দলীয় এই টুর্নামেন্টে পি সারা ওভালে খেলা ছিল শ্রীলঙ্কা ও ভারতের। সেটাও বৃষ্টিতে পণ্ড হয়েছে। ‘এ’ গ্রুপে টানা তিন জয় নিয়ে সবার ওপরে ছিল ভারত। সে জন্য সেমিফাইনালে এই সুবিধা পেয়েছে তারা। অন্যদিকে ‘বি’ গ্রুপে টানা তিন জয় নিয়ে সবার ওপরে ছিল বাংলাদেশ।

স্বাগতিক শ্রীলঙ্কার জন্য এটা একটা আফসোস রইলো, তারা ভারতের পরীক্ষাটা নিতে পারলো না।

অন্যদিকে আফগানিস্তানের হতাশাও কম নয়। তাদের বোলিংকে এই টুর্নামেন্টের সেরা মনে করা হচ্ছিল। তারা পাকিস্তানকে উদ্বোধনী খেলায় হারানোর পর ভারতের বিপক্ষেও জয়ের পথে ছিল।

গত এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের মুখোমুখী হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে জয়ের বন্দরে এসেও তরী ডুবিয়েছিল যুবারা। তাই, আজকের ম্যাচটা বাংলাদেশের যুবাদের জন্য প্রতিশোধের মিশনও বটে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি