ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশি যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ট্রফি খরা মেটাতে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে লড়েছে বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা হাতছাড়া হয়ে যায়। ফলে, আন্তর্জাতিক ট্রফি না জিততে পারার আক্ষেপটা রয়েই গেছে টাইগার যুবাদের।

সে আক্ষেপ ও খরা আর থাকছেনা বলেই মনে হচ্ছে। শ্রীলংকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখী হয়েছে বাংলাদেশ।
রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই তরুণ বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামীম হোসাইনের বোলিংয়ের সামে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা।
৩২ দশমিক ৪ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। ফলে, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

এদিন বাংলাদেশের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামীম হোসাইন ৩টি করে উইকেট নেন। এছাড়া, তানজিম ও শাহিন একটি করে উইকেট লাভ করেন।

গত এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের মুখোমুখী হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে জয়ের বন্দরে এসেও তরী ডুবিয়েছিল যুবারা।

শতকের বেশি ম্যাচ জেতা বাংলাদেশ যুব দল অনেক শক্তিশালী দলকে হারালেও বিশ্বকাপসহ আন্তর্জাতিক বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার ইতিহাস নেই। এবার সে সুযোগ হাতছানি দিচ্ছে টাইগার যুবাদের সামনে।

এ ম্যাচে বোলাররা তাদের সক্ষতার পরিচয় দিয়েছেন। এবার ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারলে দীর্ঘদিনের আক্ষেপের অবসান হবে।
আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি