ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টস জিতে বোলিংয়ে জিম্বাবুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৯

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। যার ফলে স্বভাবতই আগে ব্যাট করতে নামতে হচ্ছে আফগানিস্তানকে। এ ম্যাচে আফগানদের হারিয়ে জয়ে ফিরতে চায় প্রথম ম্যাচ হারা জিম্বাবুয়ে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ম্যাচটি। এর আগে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদশের কাছে তিন উইকেটে পরাজিত হয় মাসাকাদজার দল। তাই আজ রশিদ খানদের হারিয়ে জয়ে ফিরতে মরিয়া আফ্রিকানরা।

যদিও আফগান বোলিংয়ের সামনে টি-টোয়েন্টিতে বেশি ভাল করতে পারেনি জিম্বাবুয়ে। কারণ আফগানদের বোলিং ডিপার্টমেন্ট খুবই শক্তশালী ও স্পিন নির্ভর হওয়ায় দলটির বিপক্ষে বেশি সুবিধা করতে পারেনি কোন জিম্বাবুইয়ান।

অন্যদিকে জয় দিয়েই সিরিজটি শুরু করতে চায় আফগানিস্তান। এমনিতেই সংক্ষিপ্ত এই ফরমেটে ভালো খেলা আফগানরা টেস্টে বাংলাদেশকে হারিয়ে আছেন দারুণ ছন্দে। 

এদিকে, আজ জিম্বাবুয়ে দুটি পরিবর্তন এনেছে তাদের দলে। টিমাইসেন মারুমা ও টনি মুনিয়ঙ্গার পরিবর্তে আজ একাদশে সুযোগ দেয়া হয়েছে রেজিস চাকাভা ও আইসলে এনড্লোভুকে। মূলত এ ম্যাচটির মধ্য দিয়েই আজ অভিষেক হচ্ছে এনড্লোভুর।

জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ এরভিন, শন উইলিয়ামস, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টিনোটেন্দা মুটম্বোডজি, নেভিল মাদজিভা, কাইল জারভিস, আইসলে এনড্লোভু, ও টেন্ডাই চাতারা।

আফগানিস্তান দল: হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, নাজিব তারাকাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব, রহমানুল্লাহ গুরবানজ, রশিদ খান, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি