ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আজ ১৫ সেপ্টেম্বর, শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারতের টি-২০ সিরিজ। ধর্মশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট মাঠে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০তে ভারতের মুখামুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

আগামী বছরে টি-২০ বিশ্বকাপের কথায় মাথায় রেখেই দু'দল তারুণ্যে উপর জোর দিচ্ছে। বিরাটের বাহিনীতে যোগ হয়েছে একাধিক নতুন মুখ। তেমনি প্রোটিয়াদের দলেও এসেছে পরিবর্তন। নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কুইন্টন ডিকককে।

ম্যাচটি শুরু হবে আমাদের সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। দেখা যাবে টিভি চ্যানেল স্টার ক্রিকেটে।

ইন্ডিয়া টিমে নতুন মুখ হিসেবে দেখা যাবে শ্রেয়াস আইয়ার, দীপক চাহার ও নবদীভ সাইনীকে। উইকেটের পেছনে দেখা যাবে ঋষভ প্যান্ডকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি