ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ বাংলাদেশকে হারালেই আফগানদের বিশ্বরেকর্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চলমান টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল আফগানিস্তান। শনিবার প্রথমে ব্যাটিং করে ১৯৭ রানের বড় সংগ্রহ গড়ে সহজেই ম্যাচটা জিতেছে আফগানরা। জয়ের এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আজ নিশ্চয় বাংলাদেশকেও হারিয়ে দিতে চাইবে রশিদবাহিনী। আর হারালেই ভেঙ্গে যাবে একটা বিশ্বরেকর্ড। পারবে কী আফগানিস্তান?

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা জয়ের নতুন করে বিশ্বরেকর্ড গড়বে আফগানিস্তান। ‘নতুন’ বলতে হচ্ছে কারণ, বর্তমানের রেকর্ডটাও যে এই আফগানদেরই দখলে।

গত ২০১৬-১৭ মৌসুমে টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পথে পাকিস্তানের (টানা ৯ ম্যাচ) রেকর্ড ভেঙে দেয় আফগানরা। আর আজ (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশকে হারাতে পারলে নিজেদের সেই রেকর্ডটাই ভেঙে ২০১৮-১৯ মৌসুমেও নতুন এক রেকর্ড গড়বে আফগানিস্তান। কেননা, গতকালই যে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১তম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ নিয়েছে রশিদ-নবী-নজিবুল্লাহরা।

আসলে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে আফগানদের পারফরম্যান্স বরাবরই ভালো। দলটি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে সেই ২০১৭ সালের জুনে, চ্যাম্পিয়ন ক্যারিবিয়দের বিপক্ষে। এরপর আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে টানা ১১টি টি-টোয়েন্টি খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে আফগান যোদ্ধারা।

অন্যদিকে, এই ফরম্যাটে বাংলাদেশ বরাবরই দুর্বল প্রতিপক্ষ। তবে নিদাহাস ট্রফিতে খেলেই যেন টি-টোয়েন্টির খেলাটা শিখে ফেলে বাংলাদেশ। যেখানে একেবারে ভয়ডরহীন ক্রিকেট খেলে ফাইনালে পৌঁছে যায় টাইগাররা। যদিও সেই ধারাবাহিকতা পরে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা জয়ের যত রেকর্ড:

১। আফগানিস্তান ১১* ম্যাচ (২০১৮-১৯)

২। আফগানিস্তান ১১ ম্যাচ (২০১৬-১৭)

৩। পাকিস্তান ৯ ম্যাচ (২০১৪)

৪। ইংল্যান্ড ৮ ম্যাচ (২০১০-১১)

৫। আয়ারল্যান্ড ৮ ম্যাচ (২০১২)।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি