ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেসি পুত্রের শট নেট দুনিয়ায় ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯

এখনো ফুটবল খেলার সময় আসেনি তার। তার আগেই আলোচনায়। শট মেরে দু’হাত উপরে তোলা। বুকে ক্রস আঁকা। চুম্বন ছুঁড়ে দেওয়া। ঠিক বাবার মতোই ভঙ্গি। আর লিওনেল মেসির পুত্রের এই ভিডিও সাড়া ফেলেছে নেট-দুনিয়ায়।

গোল করে ঠিক যে ভাবে উৎসবে মেতে ওঠেন মেসি, সেটাই অবিকল করে দেখিয়েছেন চার বছর বয়সি মাতেও। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। সঙ্গে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন পুত্রকে। সারা জীবন খুশি থাকার আশীর্বাদও রয়েছে তার সঙ্গে। সঙ্গে লিখেছেন, ‘উই লাভ ইউ মাতু।’

এই মুহূর্তে মেসি অবশ্য খেলছেন না। পায়ের চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি। পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী মেসির অনুপস্থিতিতেও বার্সেলোনা অবশ্য শনিবার লা লিগায় ৫-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। 

মেসিকে বল পায়ে না দেখার আক্ষেপ অবশ্য কিছুটা হলেও ভক্তদের ভুলিয়ে দিয়েছেন ছোট্ট মাতেও। তবে বাবার মতো বাঁ-পায়ে নয়, ভিডিয়োতে ডান পায়ে শট নিতে দেখা গিয়েছে চার বছর বয়সিকে।

 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি