ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৯

এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

রোববার রাতে থাইল্যান্ডের চুনবুরিতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে খেলার প্রথমার্ধে সুবিধা করতে পারেনি কোনও দলই। প্রথমার্ধ গোল শূন্যতে বিরতিতে যায় তারা।

আর দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের হয়ে থনরথ প্রমথংমি গোল করলে লিড পায় স্বাগতিকরা। আর এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয়। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও পেনাল্টি কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি