ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ বরুশিয়ার বিপক্ষেই নামছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চোটের কারণে নতুন মৌসুমে একটা ম্যাচেও মাঠে নামা হয়নি লিওনেল মেসির। তবে সুখবর হলো- কাফ মাসলের সেই চোট সেরে গেছে মেসির। ফিটনেস নিয়েও নেই কোন সংকট। তাইতো আজ রাতেই চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই মেসিকে পাচ্ছে বার্সেলোনা। 

সোমবার ইউরোপ সেরার আসরে নিজেদের প্রথম ম্যাচের আগেই সেরা তারকাকে ফিট ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।

গত ৫ অগাস্ট অনুশীলনে কাফ মাসলে চোট পান মেসি। শুরুতে গ্রেড ওয়ান মাত্রার চোট থাকলেও পরে তা বেড়ে যায়। এই চোটের ফলেই লা লিগায় অ্যাথলেটিক বিলবাও, রিয়াল বেটিস ও ওসাসুনার বিপক্ষে ম্যাচগুলোতে নামতে পারেননি বার্সা অধিনায়ক।

এমনকি ঝুঁকিমুক্ত রাখতে মেসিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও খেলাননি কোচ আর্নেস্তো ভালভার্দে। স্প্যানিশ লা লিগার এতগুলো ম্যাচ মিস করলেও চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকেই মাঠে পাওয়া যাচ্ছে মেসিকে। আগের দিন পুরোদমে অনুশীলন শুরুর পর নতুন কোনও সমস্যা দেখা না যাওয়ায় মেসির খেলার ব্যাপারে বাড়তে থাকা আশা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সেই আশাই বাস্তবে রূপ নিল। বার্সা নিজেদের টুইটার পেজে জানিয়ে দিল, মঙ্গলবার রাতের ম্যাচে নামছেন মেসি। বরুশিয়ার বিপক্ষে তাই সেরা একাদশই নামাতে যাচ্ছে বার্সেলোনা। তবে কিছুটা শঙ্কা আছে ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিকে নিয়ে।

বার্সেলোনাকে শিরোপা জেতাতে না পারলেও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ দারুণ কেটেছিল মেসির। আসরের সবচেয়ে বেশি ১২ গোল এসেছিল তার পা থেকে। এবারও আসরের একদম শুরু থেকেই দেখা যাবে ক্ষুদে জাদুকরের পায়ের জাদু। রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি