ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ ভারত- দ. আফ্রিকা লড়াই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ হয়ে গেছে। তবে গত রোববার ধরমশালায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। আজ বুধবার মোহালিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই ম্যাচ।

এই সিরিজটা ভারত আগামী বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শুরু হিসেবে   দেখছে। সিরিজে তাদের দলে আছে তাই বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়। আর এই সিরিজেও দলে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন পজিশনে বিকল্প খেলোয়াড় তৈরি করার জন্য পর্যায়ক্রমে এরকম সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায় তারা।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধেই অভিযান শুরু করবে প্রোটিয়ারা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে ক্যারিবিয়ানদের দুই টেস্টের সিরিজে হারিয়ে ইতিমধ্যেই পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে টিম ইন্ডিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি