ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ফিফা র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২০ সেপ্টেম্বর ২০১৯

ফিফা র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অবস্থার পরিবর্তন হয়নি আর্জেন্টিনার। তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ। বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইয়ের প্রথম লেগে আফগানিস্তানের কাছে হেরে পাঁচ ধাপ পিছিয়েছে লাল-সবুজরা। বাংলাদেশের পূর্বে অবস্থান ছিলে ১৮২তে। পাঁচ ধাপ পিছিয়ে তারা এখন ১৮৭তে।

ফুটবলের সর্বচ্চো সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। এগিয়ে র‌্যাংকিংয়ের দুই নম্বরে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। একধাপ নেমে তিনে ব্রাজিল। যথারীতি চারেই আছে ইংল্যান্ড।

এ ছাড়া, এক ধাপ এগিয়ে পাঁচে রোনালদোর পর্তুগাল। ছয়ে সুয়ারেজ-কাভানিদের উরুগুয়ে। দুই ধাপ পিছিয়ে সাতে স্পেন। বিশ্বকাপের রানার্সআপ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া আট নম্বরে। কলম্বিয়া এক ধাপ পিছিয়ে নয় নম্বরে নেমে গেছে। আর কোনও পরিবর্তন হয়নি দশে থাকা মেসির আর্জেন্টিনার। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি