বাইশে রশিদ খান
প্রকাশিত : ১৫:৫৩, ২০ সেপ্টেম্বর ২০১৯
বিশ্ব ক্রিকেটের সবচাইতে কম বয়সী টেস্ট ও টিটোয়েন্টি অধিনায়ক তিনি। শুধু স্পিন বোলিং না, সময়মতো দ্রুত রান তুলে দেয়ার কাজ করেও দলের ওপর চাপ কমাতে পারদর্শী রশিদ খান।
আজ শুক্রবার আফগান তারকা ক্রিকেটার রশিদ খানের ২১তম জন্মদিন। ২২তম বছরে পা দিলেন আফগানিস্তানের তিন ফরম্যাটের ক্রিকেটের অধিনায়ক।
আফগানিস্তানের নাঙ্গারহারে ১৯৯৮ সালের ২০ সেপ্টেম্বর জন্ম নিয়েছেন রশিদ খান। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলার শুরু হয়েছে ২০১৫ সালে। এখনও পর্যন্ত খেলেছেন ৩ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি। তিন ফরম্যাটের ক্রিকেটে তার উইকেটসংখ্যা যথাক্রমে ২০, ১৩১ ও ৭৯টি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫১ স্ট্রাইক রেটে ব্যাট করেন রশিদ খান। তার ২০তম জন্মদিনের মতো এবারের জন্মদিনেও মাঠে নামার সুযোগ থাকছে। জন্মদিনেও জাদুকরী এ লেগস্পিনারের পূর্ণ ধ্যানজ্ঞান থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলার দিকেই।