ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়ন্সশিপে আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি গতবার রানার্সআপ হওয়া বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে স্থানীয় সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে উড়িয়ে ৩-০ গোলের জয় পায় লাল-সবুজ যুবারা। এবার ভারতকে হারিয়ে সেমিফাইনালের টিকেট পেতে মুখিয়ে আছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উজ্জীবিত কিশোররা। জয়ের নায়ক ফাহিম মোর্শেদ বলেন, ভারত শক্তিশালী প্রতিপক্ষ। জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে। ড্র করলেই সেমিতে জায়গা করে নিবে বাংলাদেশ।

তবে শক্তিতে ভারতের চেয়ে পিছিয়ে নেই তারা। তাইতো মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে দিতে চায় ২০১৭ রানার্সআপরা। এ টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে বি গ্রুপে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি