একহাত না থাকলেও খেলবেন রশিদ খান
প্রকাশিত : ২৩:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৯
আফগানিস্তানের রিস্টস্পিনার রশিদ খান আন্তর্জাতিক ক্রিকেটে একটি ‘বড় নাম’। ছোট দেশের বড় তারকা বলতে যা বোঝায়। অভিষেকের পর থেকেই দাপিয়ে বেড়াচ্ছেন, আঘাত হেনে চলছেন প্রতিপক্ষ শিবিরে। শুধু দেশের হয়েই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ২১ বছর বয়সী এ অলরাউণ্ডার।
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং তার আগে চট্টগ্রামে একমাত্র টেস্টে আফগান অধিনায়ক খেলেছেন দুর্দান্ত। টি-টোয়েন্টি সিরিজে গ্রুপপর্বের শেষ ম্যাচে এসে বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। সোমবার ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে রশিদ জানালেন, দেশের জন্য প্রয়োজন হলে এক হাত না থাকলেও খেলবেন।
সিরিজটির ওপর দল জিম্বাবুয়ে টানা তিন ম্যাচ হারের কারণে গ্রুপপর্বের দুই ম্যাচ শেষ হওয়ার আগেই নিশ্চিত হয় বাংলাদেশ-আফগানিস্তানের ফাইনাল। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে শিরোপা নির্ধারণি এ ম্যাচে রশিদদের বিপক্ষে নামবেন সাকিবরা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রশিদ খান। এ জন্য নির্ধারিত চার ওভারও করতে পারেননি তিনি। ব্যথা নিয়ে তিন ওভার বল করেও তুলে নিয়েছেন দুটি উইকেট।
সেই ইনজুরি নিয়ে ফাইনাল ম্যাচে খেলবেন কী না এমন প্রশ্নে আফগান অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমার বল করা উচিৎ নয়। কিন্তু দলের জন্য, দলের যখন প্রয়োজন তখনতো করতেই হবে। যখন নিজের দেশের ব্যাপারটা আসে, আমরা আমাদের একটি হাত না থাকলেও খেলব।’
সোমবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে রশিদ আরও বলেন, ‘আমি যদি ১০ ভাগ খেলার জন্যও ফিট থাকি তাহলে আমি খেলব, আমি আমার দেশের জন্য খেলব। কারণ, আমি আমার দেশকে ভালোবাসি। আমি সবসময় চাইব আমার দেশ যাতে জেতে। আমার দেশ আমার নিজের থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
এদিকে ইনজুরি আক্রান্ত রশিদ খানকে নিয়ে এখনও কাজ করে যাচ্ছেন তার ফিজিও। তিনি মনে করেন, ফাইনালে তিনি ফিট হয়েই খেলবেন।
চোট মামুলি হলেও আফগান অধিনায়ক ফাইনালের আগে জানালেন, দেশের প্রয়োজনে নিজেদের ব্যক্তিগত অবস্থাকে কতটা তুচ্ছ করেন তারা। এ বিষয়ে রশিদ খান বলেন, ‘আসগর আফগান অ্যাপেন্ডিক্স অপারেশনের চারদিন পর জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নেমেছিল। যদি আমাদের ১০ ভাগও সম্ভাবনা থাকে, আমরা সেটা নিয়ে থাকি। আমি আমার দেশকে ভালোবাসি। নিজের চেয়ে দেশকে জিততে দেখতে চাই।’
এনএস/