আজ আফগানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
প্রকাশিত : ১১:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:১৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
এই সিরিজে শুরুটা প্রত্যাশা মাফিক না হলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। বিশেষ করে চট্টগ্রামে দাপুটে জয়ে কোনঠাসা করে দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে এবং আফগানদের। এবার ফাইনাল ম্যাচে জয়ের সে ধারা ধরে রেখে শেষ হাসি হাসতে চায় সাকিব আল হাসানের দল।
আজ ফাইনালের উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছু থাকবে না। উইকেটে থাকতে পারে কিছুটা ঘাসের ছোঁয়াও। তাই আজ চার পেসার নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে অনেকটা এমনই ইঙ্গিত দিয়েছিলেন টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গো।
তাই আজ বাংলাদেশ দলে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই৷ দলে একমাত্র পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। ব্যর্থ নাজমুল হাসান শান্তর জায়গায় ফাইনালে ওপেন করতে পারেন নাঈম শেখ। তবে বাংলাদেশ যদি আজ চার পেসার নিয়ে নেমেই যায় তাহলে কপাল পুড়তে পারে সাব্বিরের। সেক্ষেত্রে দলে আসবেন রুবেল হোসেন।
সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান/রুবেল হোসেন।