ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের বিপক্ষে আফগানদের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। রাজধানীর মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

ট্রফি জয়ের আশা করছে যে দু’দলই। তবে গ্রুপ পর্বের শুরুটা দারুণ হলেও শেষ দুই ম্যাচে হেরে আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছে আফগানদের। এরপরও দল নিয়ে বেশ প্রত্যয়ী দলপতি রশিদ খান। তাই আজ চূড়ান্ত লড়াইয়ে জয় ভিন্ন কিছুই ভাবেছে না আফগানরা।

গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে ফাইনালে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে আফগানরা। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে তাইতো ফুরফুরে মেজাজে আফগান দলপতি।

যাইহোক, নিজের ফিটনেস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন রশিদ খান। দশ শতাংশ ফিট থাকলেই মাঠে নামবেন আফগান অধিনায়ক। রশিদ খান খেলতে না পারলে, তার বিকল্প হিসেবে আফগান একাদশে খেলতে পারেন বাঁহাতি স্পিনার শরাফউদ্দিন আশরাফ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

হযরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, আসগর আফগান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শফিকুল্লাহ, গুলবাদিন নাঈব, শরাফউদ্দিন আশরাফ/রশিদ খান, করিম জানাত, নাবীন উল হক ও মুজিব উর রহমান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি