ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফুটবলের নতুন জার্সিতে কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০১৯

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ঢাকে কাঠি পড়েছে। মাঠে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও৷

এফসি গোয়ার নতুন মৌসুমের (২০১৯-২০) জার্সি উন্মোচন করা হয়েছে। গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে প্রায় হাজারখানেক সমর্থকদের উপস্থিতিতে নতুন কমলা জার্সিতে হারিজ হলো এফসি গোয়া। জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন এফসি গোয়ার অন্যতম মালিক কোহলি।

পুরো কমলা রঙ-এর জার্সিতে এবার হোম খেলতে দেখা যাবে কোহলির দলকে৷ নতুন এই হোম জার্সির রঙ পুরো কমলা।

মঙ্গলবার কোহলি নিজেই সোশাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে থাকতে পেরে দারুণ খুশি কোহলি।

টুইটারে কোহলি লেখেন, ‘গোয়ায় আসতে আমার সবসময়ই ভালো লাগে। গোয়ার সমর্থকরা ফুটবল নিয়ে অত্যন্ত ক্রেজি। আশা করি, এই মৌসুমটা আমাদের দারুণ কাটবে৷’

আগামী ২০ অক্টোবর থেকে নতুন মৌসুমে কেরল ব্লাস্টার্স ও এটিকে ম্যাচ দিয়ে শুরু হবে আইএসএল-র ষষ্ঠ সংস্করণ৷ আইএসএল-এ এখনও পর্যন্ত চ্য়াম্পিয়ন হতে পারেনি কোহলির টিম। ২০১৫-র পর গত মৌসুমের তাদের রানার্স ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এফসি গোয়া এবারের আইএসএল-এ অভিযান শুরু করবে ২৩ অক্টোবর চেন্নাইন এফসি-র বিরুদ্ধে৷


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি