ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাফের সেমিফাইনালে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শুক্রবার ভুটানের মুখোমুখি বাংলাদেশ। নেপালে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

আর দিনের দ্বিতীয় সেমিফাইনালে বিকাল ৩টায় মালদ্বীপের বিপক্ষে লড়বে ভারত। বি গ্রুপের শেষ ম্যাচে ভারত ৩-০ গোলে শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট, হেড টু হেড এবং গোলগড় সবই সমান হয়।

পরে ম্যাচ কমিশনার লটারির মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করেন। লটারিতে ভারত হয় চ্যাম্পিয়ন। বাংলাদেশ রানার্সআপ। আর এ গ্রুপের চ্যাম্পিয়ন ভুটান এবং রানার্সআপ মালদ্বীপ। আর নিজেদের সেরাটা দিয়ে ভুটানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় লাল-সবুজ জার্সিধারীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি