ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২৭ সেপ্টেম্বর ২০১৯

ভুটানকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে প্রথম সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। আর দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গে খেলে গোল পায় একটি।

এর আগে, এই টুর্নামেন্টের প্রথম আসরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় আসরে নেপালের কাছে হেরে রানার্সআপ হয়েছে তারা। এবার শিরোপার হাতছানি নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল দারুণ ফর্মে থাকা বাংলাদেশের যুবারা।

আগামী রোববার হবে ফাইনাল। সেখানে বাংলাদেশের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনাল জয়ী ভারত কিংবা মালদ্বীপ। দল দুটি আজই বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে দ্বিতীয় সেমিতে পরস্পরকে মোকাবেলা করবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি