ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ২৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ রোববার ভুটানের মুখোমুখি বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্বে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্ততি হিসেবে এ ম্যাচ খেলছে লাল-সবুজরা। শক্তিতে বাংলাদেশের চেয়ে পিছিলে থাকলেও এ ম্যাচকে নিজেদের ঝালিয়ে নিতে চাইছেন কোচ জেমি ডে।

বাংলাদেশের সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলকে মাঠে নামাবে ভুটান। এসএ গেমসে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভুটানিজ যুবাদের মাঠে নামাবে তারা। স্বাগতিক দর্শকদের সামনে জয়ে চোখ বাংলাদেশ কোচ জেমি ডে’র। অন্যদিকে, নিজেদের প্রস্ততি ভাল হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভুটান দলও।

কাতার ও ভারতের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি