ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জুভেন্টাসের দাপুটে জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২ অক্টোবর ২০১৯

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গনসালো হিগুয়াইনের দারুণ গোলে জুভেন্টাসের এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো বেনারডেচি। শেষ দিকে জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে বায়ার লেভারকুজেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল তুরিনের বুড়িরা।

মঙ্গলবার দিনগত রাতে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইনের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বিরতির পর আরও দুই গোল আদায় করে নেয় তারা।

ম্যাচের ৬১তম মিনিটে বেনারডেচি ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের ৮৮ মিনিটে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলে ৩ গোলের জয় পায় জুভেন্টাস। এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৩টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করে রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে তালিকায় প্রথম স্থানে উঠেছেন। ৩২ ক্লাবের বিপক্ষে গোল করে মেসি আছেন দ্বিতীয় স্থানে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি