ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেসিকে টপকে রোনালদোর অনন্য রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ২ অক্টোবর ২০১৯ | আপডেট: ২১:৫৫, ২ অক্টোবর ২০১৯

বর্তমান ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ানো রোনালদো সেরাদের একজন। ক্যারিয়ারের শেষ পর্যয়ে এসেও ভেঙ্গে চলেছেন একের পর এক রেকর্ড। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে গোল করে রেকর্ডের খাতায় নিজের নাম উজ্জ্বল করেন পর্তুগিজ তারকা। মেসিকে ছাড়িয়ে ছুঁয়ে ফেলেন রাউলকে।

এদিন ৩৩টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার গৌরব অর্জন করেন রোনালদো। যাতে ছাড়িয়ে যান লিওনেল মেসিকে। একইসঙ্গে এদিন নাম লেখান সাবেক তারকা ফরোয়ার্ড রাউল গঞ্জালেসের পাশে। এতদিন ৩২টি ক্লাবের বিপক্ষে গোল করে এই তালিকার যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন সময়ের সেরা দুই ফুটবলার।

ওই ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে ৮৮তম মিনিটে পাওলো দিবালার দারুণ পাস ডি-বক্সে ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে পর্তুগিজ ফরোয়ার্ডের এটাই প্রথম গোল। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত সব মিলিয়ে রেকর্ড গোলদাতার গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ১২৭টিতে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি