ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিয়াদে শুরু হচ্ছে ‘বিজয় গোল্ড কাপ’

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৪, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় গোল্ড কাপ। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ‘আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদে’র আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গোল্ড কাপটি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ‘আমরা সৌদি আরব প্রবাসী’ থেকে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সৌদিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসির সঙ্গে সাক্ষাৎ করে বিজয় ফুটবল গোল্ড কাপ ২০১৯ এর প্রচারণা শুরু করে।

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রিয়াদ দূতাবাসের মিনিস্টার আনিসুল হক, প্রথম সচিব বেলাল হোসেন, প্রেস সচিব ফকরুল ইসলাম। ১৫ অক্টোবরের মধ্যে খেলার টিমগুলোকে নিবন্ধন করতে হবে বলে জানা যায়। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি