ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেসি-সুয়ারেজের গোলে সহজ জয় পেল বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৭ অক্টোবর ২০১৯

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের গোল পোস্টে চার চারটি বল ঢুকিয়েছে আর্নেস্ত ভালভার্দের শিষ্যরা। যার মধ্যে অসাধারণ দুইটি গোল করেছেন মেসি ও সুয়ারেজ। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

যদিও ম্যাচের শুরু থেকেই সেভিয়া অনেকবার গোলের সুযোগ পাচ্ছিল। বার্সেলোনার মাঠে নিশ্চিত তিনটি গোলের সুযোগ হাতছাড়া করেন সেভিয়ার ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। দুইবার বাধাপ্রাপ্ত হন বার্সার স্টেগানের দ্বারা, আরেকবার বল পাঠান ক্রসবারের ওপর দিয়ে।

খেলার ২৭ মিনিটের মাথায় বাই সাইকেল কিকে সেভিয়ার জালে বল জড়ান সুয়ারেজ। বামপাশ দিয়ে আক্রমণে ঢুকে বেশ খানিকটা এগিয়ে যাওয়া ডিফেন্ডার নেলসন সেমেদোর বাড়ানো ক্রস থেকেই এই দুর্দান্ত গোলটি তিনি করেন।

এরপর নিজেদের ফর্ম ফিরে পায় বার্সেলোনা। এর ৫ মিনিট পর আর্থুর বাড়ানো বলে হালকা পা ছুঁইয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন আর্তুরো ভিদাল। সেই মুহূর্তে খেলার মাঠ পুরা দখলে চলে যায় কাতালানদের। এর দুই মিনিট পর সেভিয়ার জালে বল পাঠান ওসুমানে দেম্বেলে। এ নিয়ে৩-০ গোলে এগিয়ে থাকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে কোন দলই গোলের দেখা পাচ্ছিল না। খেলার ৭৮ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে ফ্রি কিক পেয়ে যায় বার্সেলোনা। ফ্রি কিকের জাদুকর লিওনেল মেসি আসলেন কিক নিতে। বাম পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করলেন। ব্যবধান বেড়ে গিয়ে দাঁড়াল ৪-০।

খেলার শেষ দিকে এসে বার্সেলোনার খেলোয়াড়ার মাথা গরম করে ফেলেন। ডিফেন্ডার রোনাল্ড আরাউ ৮৭ মিনিটের মাথায় হাভিয়ের হার্নান্দেসকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন। এর পর পরই দ্বিতীয়বার ফাউর করায় হলুদ কার্ডের মাধ্যমে লাল কার্ড দেখেন ওসুমানে দেম্বেলেও।

বার্সা এ জয়ের মাধ্যমে ৮ ম্যাচ থেকে ১৬টি পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে থাকলো। সমান সংখ্যক ম্যাচে খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি