ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ সন্ধ্যায় কাতারের মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে আজ বৃহস্পতিবার কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

সব দিক দিয়েই কাতার এ ম্যাচে এগিয়ে। তারপর ঘরের মাঠে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন লাল-সবুজের ফুটবল দলটি। আর সে জন্য গ্যালারি ভরা দর্শকদের কাছ থেকে সমর্থনও চান ফুটবলাররা।

এজন্য দুদিন আগে এক ফেসবুক বার্তায় দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, সবাই জানেন কাতার এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু আমি সাপোর্টাদের কাছে একটা জিনিস চাই, তারা যেন স্টেডিয়ামে এসে বাংলাদেশের সাপোর্ট করেন। আমাদের অনুপ্রেরণা জাগাবেন ভাল খেলার জন্য।

ফুটবল কোচ জেমি ডে আশা করছেন, বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের ফুটবলাররা সেয়ানে সেয়ানে লড়াই করবে এবং পয়েন্ট ছিনিয়ে আনবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি