ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার নতুন ইতিহাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্ব ক্রিকেটে যত রেকর্ড আর ইতিহাস আছে তার বড় একটা অংশ জুড়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের নাম। পুরুষদের পাশাপাশি দেশটির নারী ক্রিকেটও এগিয়েছে সমান তালে। এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙ্গে নতুন ইতিহাস গড়লো অস্ট্রেলিয়ার নারীরা।

১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা ১৭ ম্যাচ জিতেছিল সাবেক অধিনায়ক বেলিন্দা ক্লার্কের দল। এবার নিজেদের করা রেকর্ড নিজেরাই ভাঙলেন, গড়লেন নতুন ইতিহাস।

বুধবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বিশ্বরেকর্ড গড়েছে অসি মেয়েরা। এই জয়ের সুবাদে নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ১৮ ওয়ানডে জিতেছে তারা। 

এদিন চামারি আতাপাত্তুর শতকের পরও ৮ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে ২৬.৫ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া নারী দল। দলটির পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন অ্যালিসা হিলি। তার ব্যাট থেকেই আসে ১১২ রান।

এই জয়ের মধ্যদিয়ে পুরুষদের পাশাপাশি টানা জয়ের রেকর্ড এখন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নেতৃত্বে টানা ২১টি ওয়ানডে জিতেছিল অসিরা। যা আজও কেউ ভাঙতে পারেনি।
 
আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি