ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নেইমারের মাইলফলক ম্যাচে ব্রাজিলকে রুখে দিল সেনেগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১১ অক্টোবর ২০১৯

নেইমারের শততম ম্যাচের নবম মিনিটেই ফিরমিনো রবের্তোর গোলে লিড নেয় ব্রাজিল। তবে শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচটি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেনেগাল।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে দারুণ শুরু করলেও সুযোগ কাজে লাগাতে পারল না ব্রাজিল। ৯ মিনিটে ফিরমিনো রবের্তোর গোলে লিড নিলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সেনেগালের হয়ে হার এড়ানোর গোলটি করেন ফামাহা দিদিউয়ের। দ্বিতীয়ার্ধে লড়াই করেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনও দলই।

এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়শূন্য রইলো তিতের দল। নিজেদের শেষ ম্যাচে পেরুর কাছে ১-০ গোলে হেরেছিল তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি