ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

স্বাগতিকদের বিপক্ষে সহজ জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের দল।

শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। 

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে গুড়িয়ে দিয়ে এবারের সাফ মিশন শুরু করে বাংলাদেশি নারীরা। ফলে এ ম্যাচেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা। 

অপরদকে, শক্তিশালী ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৪-১ গোলে হেরে মানসিকভাবে কিছুটা চাপে রয়েছে নেপাল। ফলে, আজ তাদের পরাজিত করতে পারলে পরবর্তী রাউন্ডের জন্য বাংলাদেশের পথ অনেকটা সহজ হবে। 

এবারের, টুর্নামেন্টে আগেরবারের মত অল্পের জন্য শিরোপা হাতছাড়া করতে চায় না বাংলাদেশি মেয়েরা। স্বাভাবিকভাবেই শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই এবারের মিশন শুরু করেছে লাল-সবুজের দল।

আগামী ১৩ অক্টোবর রাউন্ড রবিন লিগ পর্যায়ের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। লিগ পর্বের শীর্ষ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি