ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেপালকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। শুধু তাই নয়, টানা দুই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শুক্রবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ নারী প্রতিযোগিতার তৃতীয় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ১-২ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল মেয়েরা।

এদিন প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ছোটনের শিষ্যরা। দ্বাদশ মিনিটে সাহিদা আক্তারের গোলে এগিয়ে যাওয়ার পর ২৬তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। খেলার শেষ হওয়ার আগে নেপাল একটি গোল পরিশোধ করলে ২-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। 

এর ফলে চার দলের এ প্রতিযোগিতায় দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বাংলাদেশ। আর এক ম্যাচ খেলা ভারত ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

অন্যদিকে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে নেপালের। রোববার প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি