১৪ গোল খেয়ে হারের নয়া রেকর্ড!
প্রকাশিত : ২২:৪৭, ১১ অক্টোবর ২০১৯
২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের প্রাথমিক পর্যায়ে কম্বোডিয়াকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানের আজাদি স্টেডিয়ামে ১৪ গোল হজম করে এই স্মরণীয় পরাজয় বরণ করে কম্বোডিয়ার জাতীয় ফুটবল দল।
কম্বোডিয়ার জাতীয় ফুটবল দলের ইতিহাসে এমন শোচনীয় পরাজয়ের রেকর্ড আর কখনও দেখা যায়নি। দেশটির ইতিহাসে এর আগের সবচেয়ে শোচনীয় পরাজয়ের রেকর্ডটি তৈরি হয়েছিল ইন্দোনেশিয়ার কাছে দশ-শূন্য গোলে হেরে যাওয়ার কারণে।
বিশ্বকাপ ফুটবলের প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় ম্যাচে বাহরাইনের মোকাবেলা করবে ইরান। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ১৫ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামাতে, স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইরানের জাতীয় ফুটবল দল। -পার্সটুডে।
এনএস/